পান্থপথে বাংলা কমিকস মেলা

কার্টুনিস্ট আহসান হাবীব মেলা উদ্বোধনের পরে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেনছবি: ঢাকা কমিকসের সৌজন্যে

চলছে ঢাকা কমিকস আয়োজিত বাংলা কমিকস মেলা। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে প্রকাশিত মোটামুটি সব কমিকসের প্রদর্শনী চলছে এই মেলায়। একই সঙ্গে কমিকসগুলো কেনাও যাচ্ছে। ঢাকার পান্থপথে ঢাকা কমিকসের বিপণনকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলায় অংশ নিয়েছে উন্মাদ, কথাপ্রকাশ, কিশোর আলো, সিআরআই, পাঞ্জেরী, অন্তিক স্টুডিও, মাইটি পাঞ্চ স্টুডিওস, গ্রাফিক বাংলা, কার্টুন পিপল, প্রসিদ্ধ, কমিকস ঘর, রঙ্গন, সুপারকিডস, লাইফ টু ওয়েব, গ্রন্থকুটির, বিদ্যানন্দ প্রকাশনীসহ মোট ১৭টি প্রকাশনা সংস্থা। দুই শতাধিক ভিন্ন টাইটেলের কমিকস আছে এই মেলায়।

এর আগে শুধু বাংলাদেশি কমিকসের একসঙ্গে এত বড় প্রদর্শনী হয়নি বলে জানান ঢাকা কমিকসের কর্ণধার কার্টুনিস্ট মেহেদী হক। মেলা উপলক্ষে সব কমিকস বইয়ে থাকছে ৩০ শতাংশ ছাড়। কমিকস ছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে স্টিকার, পোস্টার, টি–শার্ট সহ বেশ কিছু সংগ্রহে রাখার মতো পণ্য। ঢাকা কমিকসের বিপণনকেন্দ্র ১৫২/২, পান্থপথ ঠিকানায় এ মাসের ১০ তারিখ শুরু হওয়া এই মেলা চলবে ১৮ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে কমিকস মেলা।

কমিকস মেলা চলবে ১৮ মে পর্যন্ত
ছবি: ঢাকা কমিকস

আরও পড়ুন