আমরা যে দেখি, তা বুঝতে মস্তিষ্ক কল্পনাশক্তির ওপর নির্ভর করে। আবার কল্পনার জন্য মস্তিষ্ক ব্যবহার করে রং ও আকৃতি। অনেক সময় মস্তিষ্কে বিভ্রান্তিকর ছবি ফুটে ওঠে। মানে যা নেই, তা–ও আমরা দেখি। ফলে ধোঁকা খাই। কীভাবে? এসব ছবি দেখলেই তা বুঝতে পারবে।
বড় নাকি ছোট
আমাদের মস্তিষ্ক সব সময় আকৃতি চেনার চেষ্টা করে। যেমন আমার মস্তিষ্ক এই ছবিতে তিনটি আয়তক্ষেত্র দেখছে। আবার বাঁয়ের হলুদ রেখাটিকে ডানের রেখার চেয়ে ছোট দেখছে। তুমিও কি তা–ই দেখছ? তাহলে তোমাকেও মস্তিষ্ক শুভংকরের ফাঁকি দিচ্ছে। আসলে দুটি হলুদ রেখাই সমান। বিশ্বাস না হলে স্কেল দিয়ে মেপে দেখো।
তরুণী নাকি বৃদ্ধ
ছবিতে কী দেখতে পাচ্ছ? একজন তরুণীকে? তাহলে ভুল দেখছ। ওহ, একজন বৃদ্ধ নারীকে দেখছ? এটাও যে ভুল! আসলে এই ছবিতে তরুণী ও বৃদ্ধ—উভয়কেই দেখা যাচ্ছে। এটা নির্ভর করে, তুমি ছবিটির কোথায় দেখছ। ছবির মাঝে দেখলে দেখবে, একজন বৃদ্ধের চোখ। আর একটু বাঁয়ে তাকালে দেখবে একজন তরুণীকে। বৃদ্ধের চোখটি মনে হবে তরুণীর কান।