দেশে নতুন তিন প্রজাতির ফড়িং আবিষ্কার

সম্প্রতি তিনটি নতুন প্রজাতির ফড়িং আবিষ্কার করেছেন বাংলাদেশি গবেষকেরা। ফড়িংগুলো পাওয়া গেছে টেংরাগিরি বন্য প্রাণী অভয়ারণ্য, কুয়াকাটা জাতীয় উদ্যান, পাথরঘাটা জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, চর কুকরিমুকরি ও সিলেট অঞ্চলের আন্তসীমানা এলাকার পাহাড়ি ছড়ায়। এগুলোর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ফাইলোথেমিস এল্টোনি, ইলাটোনেরা ক্যাম্পিওনি ও অ্যানাক্স এফিপিগার। এ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ ফিরোজ জামান ও আশিকুর রহমান সমী। এই দুই গবেষক জানিয়েছেন, বর্তমানে দেশে প্রায় ১০৩ প্রজাতির ফড়িং রয়েছে। বাস্তুতন্ত্রে ফড়িং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এরা শিকারি বৈশিষ্ট্যের হওয়ায় ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে। পাশাপাশি এরা মশার লার্ভাও খায়। বাংলাদেশের শহরগুলোতে মশা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ ফড়িং। তবে এ জন্য আরও বিস্তৃত গবেষণা দরকার।

আরও পড়ুন