ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রথমবারের মতো মোনালিসা

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৮ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের অষ্টম দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৬৩ সালের এই দিনে লেওনার্দো দ্য ভিঞ্চির বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ প্রথমবারের মতো আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শিত হয়। ৭ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে পৌঁছে বাংলাদেশকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের কাছে আবেদন জানান।

৮ জানুয়ারি বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বের জন্মদিন। ইংরেজ পদার্থবিদ স্টিফেন হকিং ১৯৪২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। এ ছাড়া ১৯৮৬ সালের এই দিনে স্প্যানিশ ফুটবলার ডেভিড সিলভা ও ১৯৯১ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার জশ হ্যাজলউড জন্মগ্রহণ করেন।