ইউনিভার্সাল কপিরাইট কনভেনশনের সূচনা

ছবি: ফোর্বস ম্যাগাজিন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬  সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

কপিরাইট হচ্ছে মৌলিক সৃষ্টিকর্মের মালিকানা বা স্বত্বাধিকারী নিশ্চিতকরণ। এই আইন অনুযায়ী, শিল্পী নিজে ব্যতীত কেউ যদি তাঁর মৌলিক সৃষ্টি নিজের স্বার্থে ব্যবহারের চেষ্টা করেন, তবে তা দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত হবে। সেটা হোক সাহিত্য বা কোনো লেখা, শিল্পকর্ম, সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, আলোকচিত্র, ভাস্কর্য ইত্যাদি। আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন, ইংরেজিতে ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে গৃহীত হয়। ১৯৫৫ সালের আজকের এই দিনে কনভেনশনটি কার্যকর হয়। এটি একটি কপিরাইট–সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।

১৭১০ সালে ইংল্যান্ডে প্রথম কপিরাইট আইনের সূচনা হয়। শুরুটা শুধু বইয়ের কপিরাইটের জন্যই ছিল। পরে ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ কপিরাইট আইনের সূচনা হয়। বাংলাদেশে প্রথম কপিরাইট আইন তৈরি হয় ১৯৭৪ সালে। পরবর্তী সময়ে ২০০০ সালে নতুন একটি কপিরাইট আইন করা হয় এবং ২০০৫ সালে তা পুনরায় সংশোধন করা হয়।

নিক জোনাসের জন্মদিন

আজ জনপ্রিয় মার্কিন গায়ক নিক জোনাসের জন্মদিন। ১৯৯২ সালের আজকের দিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে জন্মগ্রহণ করেন তিনি। ২০০২ সালে একক গান প্রকাশের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ ঘটে তাঁর। জোনাসেরা তিন ভাই মিলে গড়ে তোলেন জোনাস ব্রাদার্স নামের একটি ব্যান্ড। ব্যান্ডটির সদস্য হিসেবে আছেন জো, নিক ও কেভিন জোনাস। গায়কের পাশাপাশি তিনি একজন গীতিকার, অভিনেতা ও গিটারিস্ট। ২০১৮ সালে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন নিক।

আরও পড়ুন