নতুন ক্যালেন্ডারে দিন গণনা শুরু

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

১৫৮২ সালের অক্টোবর মাসের ক্যালেন্ডার বের করলে চোখ কপালে উঠবে। কারণ, সেই অক্টোবর মাস ৩০ দিনের বদলে ছিল ২০ দিনে। ৪ তারিখের পর এক লাফে চলে গেছে ১৫ অক্টোবরে। কোনো টাইম ট্রাভেল নয়, ১৫৮২ সালের আজকের দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডার বাদ দিয়ে চালু হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

বড় গল্প ছোট করে বলি, জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই ছয় ঘণ্টা সময় আলাদা করে জমিয়ে চার বছর পরপর একটি অতিরিক্ত দিন হিসেবে ফেব্রুয়ারি মাসে যোগ করা হয়। যাকে আমরা লিপ ইয়ার নামে চিনি। কিন্তু সূর্যকে একবার আবর্তন করতে পৃথিবীর কিন্তু পুরোপুরি ৩৬৫ দিন ৬ ঘণ্টার প্রয়োজন হয় না, বরং প্রয়োজন হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। এর মানে জুলিয়ান ক্যালেন্ডার প্রতিবছর প্রায় ১১ মিনিট বেশি গণনা করছিল। বছরের অতিরিক্ত এই ১১ মিনিট সাময়িকভাবে কোনো সমস্যার সৃষ্টি না করলেও এর ব্যাপক প্রভাব লক্ষ করা যায়। বছরের অতিরিক্ত এই সময় জমতে থাকার কারণে জুলিয়ান ক্যালেন্ডার প্রতি ৩১৪ বছরে এক দিন করে পেছাতে থাকে। সব মিলিয়ে হিসাব করলে ১৫৮২ সাল পর্যন্ত জুলিয়ান ক্যালেন্ডার ইতিমধ্যে প্রায় ১০ দিন পিছিয়ে গিয়েছিল। এই ঝামেলা এড়াতেই মূলত চালু করা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

লেগো পার্ক

বিখ্যাত খেলনা লেগো সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। এর জনপ্রিয়তা কত, সেটা বুঝতে হলে তোমাকে যেতে হবে লেগোল্যান্ডে। ২০১১ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাত্রা শুরু হয় লেগো দিয়ে পূর্ণ এই পার্কের। তবে আসল লেগো নয়, লেগোর মতো দেখতে ইট দিয়ে তৈরি করা হয়েছে এই পার্ক।

আরও পড়ুন