প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্ট যেভাবে পেলাম

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৪ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

১৯৯৫ সালের ৪ ডিসেম্বর যাত্রা শুরু করে প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্ট। নব্বই দশকের সেই সময় ইন্টারনেট মাত্রই জনপ্রিয় হতে শুরু করেছে। তখনকার ওয়েবসাইটগুলো ছিল খুবই সাধারণ। শুধু কিছু টেক্সট ও ছবির মধ্যেই সেগুলো সীমাবদ্ধ ছিল। সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওয়েবকে আরও প্রাণবন্ত করতে তখন একটি ভিন্ন ধরনের ভাষার প্রয়োজন ছিল। সেই শূণ্যতা পূরণ করে জাভাস্ক্রিপ্ট। 

নেটস্কেপ কমিউনিকেশনস কর্পোরেশনের প্রকৌশলী ব্রেন্ডন আইক মাত্র ১০ দিনের মাথায় জাভাস্ক্রিপ্ট তৈরি করেন। প্রথমে এর নাম ছিল ‘মোকা’, পরে লাইভস্ক্রিপ্ট এবং শেষে নামকরণ হয় জাভাস্ক্রিপ্ট। 

জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি ব্রাউজারে সরাসরি কাজ করতে পারে এবং ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে ক্লিক করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে। সেই সময় এটি ছিল বড় ধরণের আবিষ্কার।

জাভাস্ক্রিপ্ট বর্তমানে শুধু ওয়েব পেজকে আরও তরান্বিত করতেই নয়, সেই সাথে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, সার্ভার-সাইড ডেভেলপমেন্ট এবং এমনকি গেম ডেভেলপমেন্টের জন্যও অপরিহার্য হয়ে উঠেছে।

এছাড়াও ১৮৯৪ সালের আজকের এই দিনে মার্কিন উদ্ভাবক জর্জ পার্কার ঝরনা কলম আবিষ্কারের পেটেন্ট পান। পরবর্তীতে তিনিই বিখ্যাত পার্কার পেন কোম্পানি প্রতিষ্ঠা করেন। 

আরও পড়ুন