ভোটাধিকার পেলেন নারীরা

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ভোটাধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। বর্তমানে নারী-পুরুষনির্বিশেষে সবাই ভোটে অংশগ্রহণ করেন। স্বাভাবিকভাবে এটা চলছে। তবে ইতিহাসের পাতা উল্টিয়ে পেছনে গেলে এই চিত্র অনেকটাই আলাদা। কয়েক শ বছর আগেও ভোটাধিকার ছিল শুধু পুরুষের অধিকার। নারীরা এতে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারতেন না। পরিবর্তনটা আসে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। নিউজিল্যান্ড নারীদের প্রথম ভোটাধিকার প্রদানের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করে। ১৮৯৩ সালের আজকের এই দিনে নতুন এই ইতিহাস সৃষ্টি হয়।

একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিউজিল্যান্ডে নারীদের প্রথম ভোটাধিকারের বিষয়টি অনুমোদন করেন সেই সময়ের নিউজিল্যান্ডের গভর্নর লর্ড গ্লাসগো। সেই বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে সে দেশের নারীরা প্রথম ভোট দিয়েছিলেন। নারীদের জন্য যা ছিল বিশ্বে প্রথম। তবে এর আগে নিউজিল্যান্ডে বেশ কিছু বছর ধরে নারীবাদীদের আন্দোলন চলে। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন নারীনেত্রী কেট শেপার্ড। নিউজিল্যান্ডের পর আরও কিছু দেশ একই নজির স্থাপন করে।

আরও পড়ুন

সালমান শাহর জন্মদিন

আজ ১৯ সেপ্টেম্বর নায়ক সালমান শাহর জন্মদিন। তাঁর আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালে সিলেটের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে জন্মেছিলেন তিনি। পড়াশোনা শেষ করে ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন এই নায়ক। এরপর কাজ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘আনন্দ অশ্রু’, ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি জনপ্রিয় সিনেমায়। অল্প দিনেই জয় করে নেন কোটি দর্শকের হৃদয়। তবে বেশি দিন এই খ্যাতি উপভোগ করার সুযোগ হয়নি তাঁর। ১৯৯৬ সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন নায়ক সালমান শাহ।

আরও পড়ুন