জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এখন তো এদিক–সেদিক তাকালেই কত সাপ্তাহিক, মাসিক কিংবা ত্রৈমাসিক পত্রিকার খোঁজ পাওয়া যায়। তবে এমন ধাঁচের পত্রিকার শুরু কিন্তু সংবাদ প্রভাকর দিয়ে। সংবাদ প্রভাকর বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা। এটি প্রকাশিত হয় ১৮৩১ সালের আজকের দিনে অর্থাৎ ২৮ জানুয়ারি। সেদিন ছিল বাংলা তারিখ ১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ, শুক্রবার। সংবাদ প্রভাকর–এর সম্পাদনায় ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। যাত্রা শুরুর প্রায় আট বছর পর ১৮৩৯ সালের ১৪ জুন থেকে সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। দেশ, বিদেশ, ধর্ম, সমাজ, সাহিত্য ইত্যাদি নানা বিষয়ে গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হতো বাংলার প্রথম এই সাপ্তাহিক পত্রিকায়।