অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির জন্মদিন 

জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিছবি: রয়টার্স
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৫ অক্টোবর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। আজ এই অপারেটিং সিস্টেমের ২৩ বছর পূর্ণ হলো। উইন্ডোজ এক্সপি প্রথমবারের মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য ২০০১ সালের আজকের এই দিনে উন্মুক্ত করা হয়।  সিস্টেমটি তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। উন্নত গ্রাফিক্যাল ইন্টারফেস, সেই সাথে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান- সব মিলিয়ে খুব অল্প সময়ে ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে এটি।

বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি ব্যবহারকারীর প্রথম পছন্দ উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপির সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো সিস্টেমটির মাল্টিটাস্কিং ক্ষমতা। সেই সাথে উন্নত ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। ইন্টারনেট ব্রাউজিং ক্ষেত্রেও ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এই উইন্ডোজ এক্সপি।

১৮৮১ সালের আজকের এই দিনে জন্মেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি পাবলো পিকাসো। একই দিনে জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরি, তবে ১৯৮৪ সালে। 

আরও পড়ুন