মালিকের নাম, গন্ধ ও কণ্ঠস্বর মনে রাখে বিড়াল

রঙিন চশমা চোখে দুই বিড়ালফাইল ছবি: প্রথম আলো

বিড়ালকে নাম ধরে ডাকলে কি বুঝতে পারে? এই প্রশ্নটা আমাদের মনে প্রায়ই আসে। কেননা, নাম শুনে বিড়াল সাড়া দেয়। তবে আগে অনেক গবেষক মনে করতেন, বিড়াল কুকুরের মতো আদেশ পালন করে না। ২০১৯ সালে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালের গবেষণায় দেখা গেছে, বিড়ালের নাম ধরে ডাকলে ওরা বুঝতে পারে। যখন এদের নাম ধরে ডাকা হয়, তখন সাড়া দেয়। কিন্তু সব সময় সাড়া দেয় না। কারণ বিড়াল খুব স্বাধীনচেতা প্রাণী। এরা মালিকের দেওয়া নামকে নিজের নাম বলে মেনে নিলে সে নামে সাড়া দেয়। আর নিজের নাম মেনে না নিলে ওই নামে যতই ডাকবে, সাড়া দেবে না।

বিড়ালের বুদ্ধিমত্তা নিয়ে এখনো গবেষণা চলছে। তবে আরেক গবেষণায় দেখা গেছে, মুখ চেনার চেয়ে গন্ধ ও শব্দকে বেশি গুরুত্ব দেয় বিড়াল। তুমি যতই চেহারা পরিবর্তন কর না কেন, বিড়াল তোমার গন্ধ ও কণ্ঠস্বর চিনতে পারবে। অর্থাৎ তুমি যদি মুখোশ পরে বা ভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার কর, তবু তোমার বিড়াল তোমাকে চিনতে পারবে। এ থেকে বোঝা যায়, বিড়াল অনেক প্রাণীর চেয়ে বেশি তীক্ষ্ণ গন্ধ এবং শ্রবণশক্তি সম্পন্ন প্রাণী।

আরও পড়ুন