জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯৮১ সাল। যুক্তরাজ্যের বাসিন্দা ব্রিটন ডোনা গ্রিফিথের বয়স তখন মাত্র ১২ থেকে ১৩। একদিন হাঁচি দেওয়া নিয়ে ভারী অদ্ভুত এক সমস্যায় পড়ল সে। প্রথমে একটি হাঁচি দিয়ে শুরু। এরপর একের পর এক হাঁচি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ল গ্রিফিথ। থামার নাম নেই। ঠান্ডায় অ্যালার্জি যাদের আছে তারা নিশ্চয়ই বিষয়টি খুব ভালোভাবে অনুভব করতে পারছো। তবে আর যাই হোক, ডোনা গ্রিফিথের মতো দুর্দশা যে অন্য আর কারো হয় নি, তা নিশ্চিত।
সেই বছরের ১৩ জানুয়ারিতে শুরু হয় গ্রিফিথের অনিয়ন্ত্রিত হাঁচি দেওয়া। এ নয়, দুই নয়, টানা ৯৭৬ দিন অর্থাৎ ২ বছর ৮ মাস ৬ দিন পর গিয়ে থামে সেটি। ১৯৮৩ সালের আজকের এই দিনে শেষ হাঁচির মাধ্যমে ডোনা গ্রিফিথ নাম লেখায় গিনেজ বুক অব ওয়ার্ল্ডে। এর আগে মাত্র ছয় মাসের মাথায়, ১৯৮১ সালের জুলাই মাসে সে আগের সব টানা হাঁচির রেকর্ড ভেঙ্গে ফেলে। প্রথম এক বছরে ডোনা গ্রিফিথ অন্তত দশ লক্ষ হাঁচি দিয়েছিল বলে ধারণা করা হয়।
প্রথম আন্তঃনগর ট্রেন চালু
বিশ্বের প্রথম আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হয়েছিল আজকের এই দিনে। ১৮৩০ সালের এই দিনে যুক্তরাজ্যের লিভারপুল ও ম্যানচেস্টার শহরের মধ্যে এই ট্রেন চলাচল শুরু হয়। মূলত কাঁচামাল, পণ্য ও যাত্রী পরিবহনে চালু করা হয়েছিল এই বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেনটি।
প্রিন্স হ্যারির জন্মদিন
আজ প্রিন্স হ্যারির জন্মদিন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি ১৯৮৪ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজপরিবার ছেড়ে স্ত্রী মেগান মার্কেল এবং সন্তানসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।