একজন লোক গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল। হঠাৎ সে এক কৃষককে নিজের খেতে কাজ করতে দেখল। সে কৃষককে ডাক দিয়ে জিজ্ঞাসা করল, চৌধুরী বাড়িতে পৌঁছাতে আমার কতক্ষণ লাগবে?’
কৃষক কোনো উত্তর দিল না। লোকটি কিছুক্ষণ অপেক্ষা করে আবার হাঁটা শুরু করল।
প্রায় এক শ গজ যাওয়ার পর কৃষক চিৎকার করে বলল, ‘প্রায় ২০ মিনিট লাগবে!’
লোকটি অবাক হয়ে বলল, ‘ধন্যবাদ! কিন্তু আমি প্রথম যখন জিজ্ঞেস করলাম, তখন কেন উত্তর দিলেন না?’
কৃষক হেসে বলল, ‘আপনার হাঁটার গতি প্রতি ঘণ্টায় কত কিলোমিটার তা না দেখে তো বলতে পারি না!’
আরও পড়ুন