জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৪ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের চতুর্থ দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৮৭৭ সালের এই দিনে বিজ্ঞানী টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেন। এর প্রায় ১০ বছর পর ১৮৮৫ সালের একই দিনে বিশ্বে প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়। এরপরের শতাব্দী অর্থাৎ ১৯৩৪ সালের এই দিনে ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়, যা পরবর্তীকালে মিডিয়া দুনিয়ায় বিরাট পরিবর্তন নিয়ে আসে। ৪ জানুয়ারি কিন্তু বাংলাদেশের জন্যও ঐতিহাসিক দিন। ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোনব্যবস্থা চালু হয়। ২০০৪ সালের এই দিনে মঙ্গল গ্রহে নাসা প্রেরিত ‘স্পিরিট’ রোভার অবতরণ করে।