জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
পূর্বমুখী একটা ছোট্ট জানালা। সেখান থেকে দেখা যাচ্ছে দূরের কল্পনার মতো সুন্দর এক গ্রাম। সেই সঙ্গে আছে সূর্য ওঠার ঠিক আগমুহূর্তের নীলাভ আকাশ আর নিচে পাহাড়। ‘দ্য স্টারি নাইট’ পেইন্টিংয়ের এই দৃশ্য চেনে না, জগতে এমন মানুষ বিরল। আজ ৩০ মার্চ জগদ্বিখ্যাত এই শিল্পের কালজয়ী চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের জন্মদিন। ১৮৫৩ সালের এই দিনে নেদারল্যান্ডের বেরাইড শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামে একটি ছোট্ট গ্রামে তাঁর জন্ম। তাঁর পুরো নাম ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গঘ। বিংশ শতাব্দীর শিল্পকলায় ওলন্দাজ এই শিল্পীর বেশ প্রভাব ছিল। আঁকাআঁকি নিয়ে ছোটবেলা থেকেই আগ্রহ থাকলেও শিল্পী হিসেবে তাঁর মূল শুরুটা হয় ২৮ বছর বয়সে। মাত্র এক দশকে তিনি এঁকেছিলেন ২১ হাজারের বেশি চিত্রকর্ম। ক্যানভাসজুড়ে তাঁর রংতুলির অপরূপ খেলা চললেও, ব্যক্তিগত জীবনে ছিলেন বেশ অসুখী। প্রায়ই তাই বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতেন তিনি। ১৮৯০ সালের ২৭ জুলাই রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করেন এই শিল্পী। দুই দিন পর তিনি চিরতরে বিদায় নেন পৃথিবী থেকে।
এ ছাড়া ১৯৯২ সালের আজকের এই দিনে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্মমেকার’ পান।