জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৬ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এখন তো রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় ‘স্বপ্ন’ কিংবা ‘আগোরা’র মতো বড় বড় সুপারশপ। এসব সুপারশপে নিজেরা ঘুরে পছন্দমতো পণ্য কিনতে পারেন ক্রেতারা। তাই আধুনিক মুদিদোকানও বলা যায় এগুলোকে। অবাক করার মতো বিষয় হলো এমন সেলফ সার্ভিং সুপারমার্কেটের শুরু হয়েছিল প্রায় ১০০ বছরের বেশি সময় আগে।
মার্কিন নাগরিক ক্লারেন্স সন্ডার্স। তিনিই প্রথম সেলফ সার্ভিং সুপারশপের ধারণা নিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে পরিকল্পনা অনুযায়ী শুরু করেন এমন এক সুপারমার্কেট। নাম দেন পিগলি উইগলি। সেটিই ছিল বিশ্বের প্রথম সুপারমার্কেট কিংবা সেলফ সার্ভিং সুপারশপ। ১৯১৬ সালের আজকের এই দিনে শুরু হয় পিগলি উইগলির আনুষ্ঠানিক যাত্রা।
বাংলাদেশে প্রথম সুপারশপ আগোরা যাত্রা শুরু করে ২০০১ সালে। যা ছিল রহিম আফরোজ কোম্পানির উদ্যোগে। এখন আগোরার পাশপাশি স্বপ্ন, মীনাবাজার, ডেইলি শপিং ইত্যাদি সুপারশপও অহরহ দেখা যায়।
ডায়ানার শেষকৃত্য
প্রিন্সেস ডায়ানার চলে যাওয়া ছিল বেশ আকস্মিক। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মাত্র ৩৬ বছরের জীবনে তিনি জয় করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়। মৃত্যুর ছয় দিন পর এই দিনে, ৬ সেপ্টেম্বর ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া স্পেনে এল
বিশাল এক জাহাজ, নাম ভিক্টোরিয়া। মসলা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়া যাওয়ার পথ খুঁজতে এই জাহাজ নিয়ে অভিযানে নেমেছিলেন। প্রায় তিন বছর পর ১৫২২ সালের আজকের এই দিনে গোটা বিশ্বভ্রমণ শেষে স্পেনে ফিরে এসেছিল ভিক্টোরিয়া নামের জাহাজটি।