কিশোরী গোয়েন্দা ন্যান্সি ড্রু
ন্যান্সি ড্রু
লেখক: ক্যারোলিন কিন
মার্কিন কিশোরী গোয়েন্দা ন্যান্সি ড্রু। ১৯৩০ সালে প্রকাশিত হয় সিরিজের প্রথম বই দ্য সিক্রেট অব দ্য ওল্ড ক্লক। সেই সময়ের পটভূমিতে নারী গোয়েন্দা, তা–ও বয়সে কিশোরী কাউকে নিয়ে সিরিজ লেখার বিষয়টি সত্যিই অবাক করার মতো। তবে এই দুঃসাহসী প্রচেষ্টার কারণে ন্যান্সি ড্রু হয়ে ওঠে পৃথিবীজুড়ে হাজারো কিশোরীর স্বপ্নের নায়িকা, তাদের আদর্শ। এখন পর্যন্ত পাঁচ শতাধিক বই বেরিয়েছে এই সিরিজের, এখনো চলমান সিরিজটি। ঠিক হার্ডি বয়েজ সিরিজের মতো এই সিরিজের বইগুলোও ক্যারোলিন কিনের নামে প্রকাশিত হলেও আসলে আড়ালে রয়েছেন অগণিত ছায়া লেখক। উল্লেখযোগ্য বই দ্য হিডেন স্টেয়ারকেস, দ্য ক্রুকেড ব্যানিস্টার, দ্য মুনস্টোন ক্যাসল মিস্ট্রি ইত্যাদি।