শুভ জন্মদিন, ক্রিস গেইল!

ক্রিস গেইল ছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি আর কারও নেইআইসিসি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ক্রিস গেইলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ক্রিকেট অঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রের আজ জন্মদিন। তাঁর পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল। ১৯৭৯ সালের আজকের এই দিনে জ্যামাইকার কিংস্টোনে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে এই ব্যাটিং দানবের। অভিষেকের কয়েক মাসের মাথায় ওডিআই এবং তাঁরও ছয় মাসের মাথায় গেইলের জায়গা হয় আন্তর্জাতিক টেস্ট দলে। অভিষেকের পর থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে প্রমাণ করেছেন নিজেকে। হয়ে উঠেছেন এক বিধ্বংসী ব্যাটসম্যান। বাঁহাতি এই ব্যাটসম্যানের শুধুমাত্র ওডিআই থেকেই সংগ্রহে আছে ১০৪৮০ রান। টেস্টে তা গড়িয়েছে ৭২১৪ রানে এবং টি-টোয়েন্টিতে সেটি ১৮৯৯ রান। টেস্ট ইনিংসে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩৩৩ রান। ক্যারিয়ারজুড়ে এই তিন ধাঁচের ক্রিকেটে একাই সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪২টি! আজ এই বিশেষ দিনে ক্রিস গেইলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

উনিশ শতকের শেষের দিকে আধুনিক চীনের ভিত্তি গড়ার স্বপ্ন দেখেছিলেন চীনের সম্রাট গুয়াংজু। ১০০ দিনের সেই সংস্কার প্রকল্প হাতেও নিয়েছিলেন। তবে সম্রাটের মা সম্রাজ্ঞী দোয়াগার সিজির এই সংস্কারের পক্ষে একমত ছিলেন না। ফলে মা হয়েও পালকপুত্র গুয়াংজুকে বন্দী করেন সেই সম্রাজ্ঞী। ১৮৯৮ সালের আজকের এই দিনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন