পলাশীর যুদ্ধের সেই দিন

শিল্পীর চোখে বাংলার আকাশে দুর্ভাগ্য বয়ে আনা ১৭৫৭ সালের ঐতিহাসিক সেই পলাশীর যুদ্ধ। ইনসেটে নবাব সিরাজউদ্দৌলা
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ভারতবর্ষে দীর্ঘ প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের সময়টা ছিল ভয়াবহ। এর শুরু হয়েছিল পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে। যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজরা দখল করে নেয় পুরো ভারতবর্ষকে। তবে কেন হয়েছিল এই যুদ্ধ? আসলে ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা সবে বাংলার ক্ষমতা গ্রহণ করেছেন। অন্যদিকে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয় ১৬৫০–এর দশক থেকে। এই সময়ের মধ্যে ব্যবসাকে বেশ ভালোভাবে আয়ত্তে এনেছিল তারা।

ক্ষমতা গ্রহণের পর নবীন নবাব জানতে পারলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহুদিন ধরে এই অঞ্চলে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব জানতে পেরে তৎক্ষণাৎ বাধা দিলেন তিনি। সব সমস্যা মীমাংসার আহ্বানও জানান। কিন্তু কোম্পানি তাতে রাজি হয়নি। ফলে শুরু হয় রেষারেষি। এই রেষারেষি পরে রূপ নেয় পলাশীর যুদ্ধে। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধ সংঘটিত হয়। নবাব পরাজিত হন। ফলে ভারতবর্ষের শাসনভার ছিনিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এভাবেই শুরু হয় বাংলায় ইংরেজ শাসনের অধ্যায়।

আরও পড়ুন

১৯৪৯ সালের আজকের এই দিনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা বর্তমানে আওয়ামী লীগ নামে পরিচিত।

এ ছাড়া রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের সড়কপথে যোগাযোগের সুবিধার জন্য ১৯৯৮ সালের আজকের এই দিনে যমুনা সেতুর উদ্বোধন করা হয়। বর্তমানে এটি বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত।

আরও পড়ুন