আবার শুরু হচ্ছে বিজ্ঞান উৎসব

শুভ্র কান্তি দাস

স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে আবারও সারা দেশে শুরু হতে যাচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। এ উৎসব যৌথভাবে আয়োজন করছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

২১ মে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজ্ঞানচিন্তা কার্যালয়ে বিকাশ ও বিজ্ঞানচিন্তার মধ্যে এ নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ সময় বিজ্ঞানচিন্তার পক্ষে সম্পাদক আব্দুল কাইয়ুম আর বিকাশের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম সই করেন।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান সামনে রেখে সারা দেশে তৃতীয়বারের মতো আয়োজিত হবে বিজ্ঞানের এই জাতীয় উৎসব। আঞ্চলিক উৎসব আয়োজিত হবে সাতটি বিভাগীয় শহরে। সেগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল।

উৎসবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতা—দুটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে আঞ্চলিক উৎসবের বিজয়ীরা। প্রতিটি উৎসবের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

স্মারক সই অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘দেশে বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে বিজ্ঞানচিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর বিকাশ আর্থিক লেনদেন হাতের মুঠোয় এনে দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে; বিকাশ বিজ্ঞানে অবদান রাখছে। এতে দেশের শিক্ষার্থীরা বিজ্ঞানে আরও এগিয়ে যাবে।’

আরও পড়ুন

বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘বিজ্ঞানই পারে সব অন্ধকার মুছে আলোর পথ তৈরি করতে। এই প্রচেষ্টা সেই বৃহৎ যাত্রাপথের একটি পদক্ষেপমাত্র, যা সারা দেশে বিজ্ঞানের চর্চা বাড়াতে অবদান রাখবে।’

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘দেশব্যাপী স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করতে বিজ্ঞানচিন্তার সঙ্গে “বিজ্ঞান উৎসব” আয়োজন করছে বিকাশ। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞানের মজার বিভিন্ন বিষয় শিখবে এবং ভবিষ্যতের পথে আমাদের এগিয়ে নেবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির; রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান; একই বিভাগের ম্যানেজার মাহবুবুর রহমান শাকিল ও নাফিসা হোসেন এবং করপোরেট কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আদনান হোসেন ভূঁইয়া; প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, হেড অব কালচারাল প্রোগ্রাম গীতিকার কবির বকুল, বিশেষ কার্যক্রম সমন্বয়ক সাইদুজ্জামান রওশন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার প্রমুখ।

এর আগে ২০১৯ ও ২০২২ সালে বিকাশ ও বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুন