জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে গ্রামে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সদস্য আবদুল মান্নান। এ ছাড়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এর আগে ১০ এপ্রিল এই সরকার গঠিত হয়। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তবে তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমদ। মুজিবনগর সরকারকে মোট ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়েছিল। সেই সঙ্গে যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে এই সরকার।
এ ছাড়া ১৮৯৯ সালের আজকের এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সেদিন প্রিন্সেপ ঘাটের কাছে কলকাতার প্রথম পাওয়ার জেনারেটিং স্টেশনটি স্থাপন করা হয়। যার মাধ্যমে নতুন এক অধ্যায় শুরু হয় কলকাতায়।
১৭৯০ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। রাজনীতিবিদ ছাড়াও তিনি একই সঙ্গে ছিলেন লেখক, চিত্রশিল্পী, বিজ্ঞানী, সংগীতজ্ঞ ইত্যাদি।
একই দিনে ১৯২৯ সালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী।