জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৩ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
বাতাসের বেগে ছোটে তাঁর বল। ক্রিকেট অঙ্গনে খ্যাতি আছে অন্যতম স্পিডস্টার হিসেবে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। বলছিলাম, নতুন প্রজন্মের জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের কথা। আজ ৩ এপ্রিল, তাসকিনের জন্মদিন। ১৯৯৫ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন এই ক্রিকেটার। ছোটবেলা থেকেই ক্রিকেটে মন ছিল। খেলেছেন অনূর্ধ্ব ১৫, ১৭ এমনকি সবশেষে ১৯ দলেও। জাতীয় দলে খেলার সুযোগ হয় ২০১৪ সালে। সেই বছর ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তাসকিনের। সেই ম্যাচেই অর্জন করেন ম্যাক্সওয়েলের উইকেট। একই বছরই সুযোগ হয় ওয়ানডে ক্রিকেটে যোগ দেওয়ার। আর টেস্টে যোগ দেন ২০১৭ সালে। উইকেটের জাদু দেখানো এই ক্রিকেটারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!
১৯২৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিশ্বখ্যাত স্থপতি ফজলুর রহমান খান। তিনি পৃথিবীর অন্যতম উঁচু ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার বর্তমানে যা উইলস টাওয়ার নামে খ্যাত, সেই ভবনের নকশা প্রণয়ন করেছিলেন। এ ছাড়া ১৯৭৩ সালের একই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও কোরিওগ্রাফার প্রভু দেবা।
একই দিনে ১৮৫৭ সালে রানি ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধিতে ভূষিত করা হয়।
আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের এই দিনে চলচ্চিত্র উন্নয়ন পরিষদ বা এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। সেই দিনকে মাথায় রেখে ২০১২ সাল থেকে পালিত হয়ে আসছে এ দিনটি।