ইচ্ছাপূরণ দৈত্যের কাছে চাওয়া

আমি আপনাকে পেঙ্গুইনগুলোকে চিড়িয়াখানায় নিয়ে যেতে বলেছি!
এআই আর্ট

এক লোক রাস্তা দিয়ে ট্রাক চালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে থামাল। পুলিশ লোকটির ট্রাকের পেছনে তাকিয়ে বলল, ‘এই পেঙ্গুইনগুলো আপনার ট্রাকে কেন?’

লোকটির জবাব, ‘এরা আমার পেঙ্গুইন।’

পুলিশ: ওদের চিড়িয়াখানায় দিয়ে আসুন।

পরের দিন একই পুলিশ একই লোককে রাস্তা দিয়ে গাড়ি চালাতে দেখল। পেঙ্গুইনগুলো তখনো ট্রাকে ছিল; কিন্তু এবার পেঙ্গুইনের চোখে সানগ্লাস।

পুলিশ: আমি আপনাকে পেঙ্গুইনগুলোকে চিড়িয়াখানায় নিয়ে যেতে বলেছি!

‘আমি নিয়েছি। আজ ওদের সৈকতে নিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন
তুমি তিন ডানাওয়ালা পরি কোথায় দেখেছ?
এআই আর্ট

ড্রয়িং ক্লাসে শিক্ষার্থীদের পরি আঁকতে দিয়েছেন শিক্ষক।

কিছুক্ষণ পর হেঁটে হেঁটে সবার আঁকা দেখছিলেন তিনি।

একসময় বিল্টুর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, ‘বিল্টু, দেখি তো, তুমি কী এঁকেছ।’

বিল্টু আঁকার খাতা এগিয়ে দিল। আঁকাটা দেখে শিক্ষক ভুরু কুঁচকালেন, ‘তুমি তিন ডানাওয়ালা পরি কোথায় দেখেছ?’

বিল্টু বলল, ‘স্যার, আপনি কি কখনো দুই ডানাওয়ালা পরি দেখেছেন?’

আরও পড়ুন
দৈত্য তার ইচ্ছা পূরণ করল
এআই আর্ট

নির্জন দ্বীপে আটকে পড়া তিন বন্ধু একটি জাদুর প্রদীপ খুঁজে পেল। ঘষা দিতেই প্রদীপ থেকে বেরিয়ে এল একটি ইচ্ছাপূরণ দৈত্য। দৈত্য বলল, বলো তোমাদের কী ইচ্ছা। তোমাদের প্রত্যেকের একটি করে ইচ্ছা আমি পূরণ করব।

আমি বাড়ি যেতে চাই, প্রথম বন্ধু বলে। দৈত্য তার ইচ্ছা পূরণ করল।

আমিও বাড়ি যেতে চাই, দ্বিতীয় বন্ধু জানাল। দৈত্য তাকেও বাড়িতে পাঠিয়ে দিল।

আমি একা, তৃতীয় বন্ধু বলে। আমি চাই আমার বন্ধুরা এখানে ফিরে আসুক।

আরও পড়ুন