যাঁর হাত ধরে এসেছিল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেল

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বিশ্বখ্যাত অভিজাত ফ্যাশন ব্র্যান্ড ‘শ্যানেল’। ফ্যাশনপ্রেমীদের মুখে মুখে শোনা যায় এই নাম। বিশ্বজুড়ে তারকাদের হাতে হাতে দেখা যায় শ্যানেলের পণ্য। কখনো হাতব্যাগ, কখনো সুগন্ধি, আবার কখনো পোশাক। এ যেন এক আভিজাত্যের নাম। শ্যানেলের শুরুটা হয়েছিল ফরাসি ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেলের হাত ধরে। তাঁর আসল নাম ছিল গ্যাব্রিয়েল বনোহওর শ্যানেল। জন্ম নিয়েছিলেন ১৮৮৩ সালের আজকের দিনে ফ্রান্সের সমুর নামে এক শহরের হতদরিদ্র পরিবারে। জীবনের শুরুটা খুব একটা সুখকর ছিল না শ্যানেলের।

মাত্র ১২ বছর বয়সে শ্যানেলের মা মারা যান। এরপর এক অনাথাশ্রমে আশ্রয় পান শ্যানেল। জীবনটা বেশ জটিলতায় কাটছিল। তবে ছোটবেলা থেকেই পোশাক বুনন এবং নকশার প্রতি আকর্ষণটা ছিল তাঁর। নানান চড়াই–উতরাই শেষে কাছের কিছু বন্ধুর সাহায্যে একসময় নিজেই ঘোরালেন ভাগ্যের চাকা। ১৯১০ সালে শ্যানেল প্যারিসে তাঁর প্রথম বুটিক শপ খোলেন। নাম দেন ‘শ্যানেল মোদ’ (ফ্যাশন)। সেই থেকে শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নিজের অভিনব ও সুনিপুণ কারুকার্য দিয়ে খুব সহজেই উঁচু মহলের আধুনিক এবং ফ্যাশনসচেতন নারীদের দৃষ্টি কেড়ে নেন তিনি। এই ব্র্যান্ডের সুনাম আজও কমেনি।

অন্যদিকে শেষ হয়েছে এবারের অলিম্পিকের আসর। এত বছরের অলিম্পিকের ইতিহাসে মাত্র একবারই অলিম্পিকে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। তা আবার ছিল আজকের এই দিনে। ১৯০০ সালের অলিম্পিকের আসরে ফ্রান্সের প্যারিসে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও গ্রেট ব্রিটেন। ১৫৮ রানের ব্যবধানে গ্রেট ব্রিটেন জয়লাভ করে।

আরও পড়ুন