পর্তুগালের উপনিবেশ ফিরে পেল চীন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২০ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ২০ ডিসেম্বর
১৯৯৯ সালের আজকের এই দিনে পর্তুগাল ম্যাকাওকে আনুষ্ঠানিকভাবে চীনের কাছে হস্তান্তর করে। এই ঘটনাটি চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আরেকটি উদাহরণ হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।
ম্যাকাও পর্তুগালের অধীনে প্রায় ৪৪২ বছর ধরে ছিল। ১৫৫৭ সালে উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি। এটি ছিল এশিয়ার প্রথম ইউরোপীয় উপনিবেশ। ১৯৯৯ সালে হস্তান্তরের মাধ্যমে তা এশিয়ার সর্বশেষ ইউরোপীয় উপনিবেশ হিসেবে পরিচিতি লাভ করে।
চীনের সঙ্গে ১৯৮৭ সালে হওয়া চীন-পর্তুগাল যৌথ ঘোষণাপত্রের ভিত্তিতে এই হস্তান্তর সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, চীন ম্যাকাওকে বিশেষ প্রশাসনিক অঞ্চল (SAR) হিসেবে ঘোষণা করে।
এছাড়াও ১৯৫১ সালের আজকের এই দিনে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হয়। এটি যুক্তরাষ্ট্রের আইডাহোতে অবস্থিত।
আরও পড়ুন