এআই অলিম্পিয়াডের জতীয় পর্ব চলছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ ১৮ মে, শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অডিটরিয়াম কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান শুরু ছয়েছে সকাল ১০টায়। চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

জাতীয় পর্ব শেষে কিছু শিক্ষার্থী বাছাই করা হবে। তাদের নিয়ে আগামী ২১-২২ মে অনলাইনে আয়োজিত হবে গ্রুমিং সেশন। এরপর ২৩-২৫ মে সিলেকশন ক্যাম্প এবং আন্তর্জাতিক টিম সিলেকশন টেস্ট আয়োজিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও বুদ্ধিমত্তার দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে ঠিক করা হবে চার সদস্যের দল। দলটি ৯–১৫ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠেয় প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে দুই রাউন্ডে। প্রথমে সায়েন্টিফিক রাউন্ড। সেখানে শিক্ষার্থীদের কয়েকটি নির্দিষ্ট সমস্যা সমাধান করতে হবে। দ্বিতীয়টি প্র্যাকটিক্যাল রাউন্ড। এ পর্বে শিক্ষার্থীরা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় সরাসরি ব্যবহৃত হচ্ছে, এমন কিছু টুলের ওপর নিজেদের তৈরি করা প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে কিছু নির্দিষ্ট সমস্যা সমাধান করবে।

আরও পড়ুন

এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিবন্ধন করে অনলাইন পর্বে অংশগ্রহণ করেছে। ৮ মে, বুধবার প্রোগ্রামিং কনটেস্ট ওয়েবসাইট toph.co-তে অনুষ্ঠিত হয়েছে অনলাইন বাছাইপর্ব। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে এখন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্ব।

বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), পাওয়ারড বাই রিভ চ্যাট। গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন ২৩। এআই ইনোভেশন পার্টনার ই-জেনারেশন। সিলভার স্পন্সর ইনটেলিজেন্ট মেশিন্স। স্ট্রাটেজিক পার্টনার একসেস টু ইনফরমেশন (এটুআই)। অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো। এনএলপি পার্টনার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প। সহযোগিতায় রয়েছে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, বাইটস ফর অল, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, জেআরসি বোর্ড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ, বাংলার ম্যাথ ও স্ক্র্যাচ বাংলাদেশ। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

আরও পড়ুন