গুড্ডুবুড়ার স্কুলে নাকি ডাকাত এসেছে

গুড্ডুবুড়ার স্কুলে ডাকাত, ছোটদের এই বইটি প্রকাশ করেছে প্রথমাছবি: কিশোর আলো
বই: গুড্ডুবুড়ার স্কুলে ডাকাত | লেখক: আনিসুল হক | দাম: ১২৫ টাকা | প্রকাশক: প্রথমা

তুমি কি গুড্ডুবিড়াকে চেনো? চেনার কথা। কিশোর আলোতে তো অনেকবার গুড্ডুবুড়ার গল্প বেরিয়েছে। যতসব আজব কাণ্ডকারখানা করে গুড্ডুবুড়া। আজ অব্দি বোকা গুড্ডুবুড়া যা যা করেছে, তার অনেকগুলো ধরে নিচ্ছি তোমার জানা। না জানলেও অসুবিধা নেই। তোমার সঙ্গে গুড্ডুবুড়ার পরিচয় করিয়ে দিচ্ছি।

গুড্ডুবুড়া হলো ছোট্ট একটা ছেলে। স্কুলে যায়। একটু বোকা বোকা বলতে পারো গুড্ডুবুড়াকে। বোকা হলেও দারুণ সব কাজকারবার করে। মনে হবে গুড্ডুবুড়া যেন খুব চালাক।

এবার অমর একুশে বইমেলায় গুড্ডুবুড়া সিরিজের নতুন বই এসেছে। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক লিখেছেন গুড্ডুবুড়ার নতুন বই। প্রথমা প্রকাশনী গুড্ডুবুড়ার বইটা ছেপেছে।

আরও পড়ুন

ছোট্ট একটা বই। নাম গুড্ডুবুড়ার স্কুলে ডাকাত। গুড্ডুবুড়ার বোকামির গল্প দিয়ে শুরু হয়েছে বইটা। গুড্ডুবুড়ার মা গুড্ডুবুড়াকে বলেছেন টেবিলে বসতে। মানে পড়তে বসতে বলেছেন। গুড্ডুবুড়া চেয়ারে বসার বদলে উঠে বসেছে টেবিলে। এরপর মা চেয়ারে বসতে বলেছেন। গুড্ডুবুড়া বসেছে চেয়ারে। মা বলেছেন, 'পড়ো'। গুড্ডুবুড়া জিজ্ঞেস করেছে, 'চেয়ার থেকে নিচে পড়ব?'

গুড্ডুবুড়া এমনই সরল। পড়তে বললে বোঝে নিচে পড়ে যাওয়ার কথা। এমন অসংখ্য বোকা বোকা কাণ্ড করে! কোনো কথা ভাবার্থ বুঝতে পারে না।

গুড্ডুবুড়ার স্কুলে ডাকাত বইটায় এমন ঘটনা আছে কিছু। পুরো বইটা গুড্ডুবুড়ার বোকামি দিয়ে ভরা। বইয়ের নামটা তো বলেছি, গুড্ডুবুড়ার স্কুলে ডাকাত। এই ডাকাতকে নিয়ে কী হলো স্কুলে, তা নিয়ে এই বইয়ের গল্প। গুড্ডুবুড়ার বুদ্ধিতে কি ডাকাত ধরা পড়বে? জানতে হলে বইটা পড়তে হবে। বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে বইটা পাবে। অনলাইনেও কিনতে পারো। অর্ডার করতে এই লিংকে ক্লিক করো। অথবা দেখো এই লিংকে: https://www.prothoma.com/product/48573/guddubura-schoole-dakat

আরও পড়ুন