জুলিও কুরির মৃত্যু

জুলিও কুরি ও ইরিন কুরি
জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

‘জুলিও কুরি’ নামটি তোমাদের কাছে বেশ পরিচিত হওয়ার কথা। এই নামে একটি শান্তি পদক রয়েছে। তবে যাঁর নামে নামকরণ এই পদকের, তাঁকে কি তোমরা চেনো? তিনি হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। পুরো নাম জঁ ফ্রেদেরিক জুলিও কুরি। ফরাসি এই পদার্থবিদ তাঁর স্ত্রী ইরিন জুলিও কুরির সঙ্গে যৌথভাবে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন। বিজ্ঞানে এই অবদানের জন্য রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন তাঁরা। ১৯০০ সালে জন্ম নেওয়া এই বিজ্ঞানী ১৯৫৮ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

জার্মানের কোলন শহরে অবস্থিত স্থাপনা, পর্যটকদের অন্যতম আকর্ষণ কোলন ক্যাথেড্রাল। প্রতিদিন প্রায় ২০ হাজার পর্যটকের আগমন ঘটে এই স্থাপনায়। প্রায় ৬৩২ সাল ধরে নির্মিত হয় এই ক্যাথেড্রাল। ১৮৮০ সালে আজকের এই দিনে এর নির্মাণকাজ শেষ হয়।

২০১৯ সালের আজকের এই দিনে বৃষ্টির পানিতে প্লাস্টিকের কণা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছিলেন কয়েক বিজ্ঞানী। এই প্লাস্টিকের কণাগুলোর পরিমাণ ছিল ৫ মিলিমিটারের কম।

আরও পড়ুন