শীতের সকাল আমার কাছে বড্ড প্রিয়
শীতকাল মানে পাতা ঝরার মৌসুম, শীতকাল মানে কুয়াশাচ্ছন্ন সকালে টিউশন ক্লাস। শীতকাল মানে পাখার সঙ্গে ব্রেকআপ করে কম্বলকে জড়িয়ে ধরা, এক কাপ চায়ের সঙ্গে গল্পের বই পড়া। শীতের সকাল আমার কাছে বড্ড প্রিয়। শিশিরে ভেজা সকাল, খেজুরের রস, নানা রকম পিঠাপুলি, বিকেলের ব্যাডমিন্টন। এটা যেন অন্য রকম প্রশান্তি এনে দেয় মনে। ঘন কুয়াশার চাদর জড়িয়ে যেন আসে শীতের মনোরম সকাল।
প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহ