একটা গোয়েন্দা গল্প এবং…

কিশোর আলো নভেম্বর ২০২৪ সংখ্যার প্রচ্ছদপ্রচ্ছদের ছবি: সুমন ইউসুফ

তোমরা নিশ্চয়ই গোয়েন্দা শার্লক হোমসের নাম শুনেছ! তাঁর সহযোগী ছিলেন ড. ওয়াটসন। দুজনই অবশ্য গল্পের চরিত্র।

একটা কৌতুক। রাতের বেলা একটা বনের ধারে তাঁবুতে ঘুমাচ্ছেন শার্লক হোমস আর ওয়াটসন। মধ্যরাতে ঘুম ভেঙে গেল দুজনেরই।

শার্লক হোমস বললেন, ড. ওয়াটসন, কী দেখতে পাচ্ছেন?

ওয়াটসন বললেন, আমি দেখছি আকাশে অনেক তারা।

শার্লক হোমস বললেন, এর মানে কী?

‘এর মানে কাল রোদ উঠবে। আকাশ পরিষ্কার।’

শার্লক হোমস বললেন, এর মানে হলো, আমাদের তাঁবু চুরি হয়ে গেছে।

আমরা অনেক সময় দূরের জিনিস নিয়ে ভাবি, কাছের বড় সমস্যা দেখতে পাই না। সে জন্য জটিল করে না ভেবে সহজ করে ভাবতে হয় আগে।

পরপর দুবার অপরাজিত সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন। তোমরা জানো তো, কিশোর আলো কলসিন্দুর গ্রামের ৩৫ জন কিশোরী ফুটবলারকে প্রতি মাসে বৃত্তি দেয়। এই গ্রামের বেশ কজন খেলোয়াড় আছেন আমাদের চ্যাম্পিয়ন টিমে। দারুণ না ব্যাপারটা!

তোমরা সবাই ভালো থেকো।

আরও পড়ুন