ইতিহাসে প্রথম গরম বাতাসের বেলুনে ভ্রমণ

প্রায় ২৫ মিনিট ধরে আকাশে ভেসে বেড়ায় বেলুনটি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ নভেম্বর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

১৭৮৩ সালের ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা। আজকের এই দিনে মানুষ ইতিহাসে প্রথমবারের মতো হট-এয়ার বেলুনে ভ্রমণ করে। ফরাসি উদ্ভাবক দুই ভাই, জোসেফ-মিশেল এবং জ্যাক-এতিয়েন মঁগলফিয়ে আবিষ্কার করেন গরম বাতাস ব্যবহার করে আকাশে বেলুনে চড়ার পদ্ধতি। এই দিনে প্রথম সেই বেলুনে ভ্রমণ করেন দুই সাহসী ভ্রমণকারী—ফ্রাঁসোয়া পিলাত্র দ্য রোজিয়ে এবং মার্কি দ’আরলঁ।  

সেদিন প্যারিসের আকাশে ওড়ে একটি বিশাল হট-এয়ার বেলুন। এটি তৈরি করা হয়েছিল সিল্ক কাপড় এবং কাগজের আবরণে। 

প্রায় ২৫ মিনিট ধরে আকাশে ভেসে বেড়ানোর পর বেলুনটি প্রায় আট কিলোমিটার দূরে নিরাপদে অবতরণ করে। পুরো ঘটনাটি ফরাসি অভিজাত সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এটি ছিল মানব ইতিহাসে প্রথম হট-এয়ার বেলুনে চেপে আকাশ জয়ের যুগান্তকারী সূচনা।

আরও পড়ুন