চেইন রিঅ্যাকশন

জানুয়ারির প্রথম দিকে আমি আমার নানুবাড়িতে বেড়াতে গিয়েছি। সন্ধ্যাবেলা আমরা সবাই উনো খেললাম। তারপর একটা নাটক দেখে যখন খেতে বসব, তখন আমার মামাতো বোন সারা আপু, খালাতো বোন রোজের মাথায় চাটি মারল। রোজ তখন সারা আপুকে মারল। এটা দেখে আমি আবার রোজকে মারলাম। রোজ মারল আমার খালাতো বোন স্নেহা আপুকে। স্নেহা আপু মারল সারা আপুকে। তখন সারা আপু স্নেহা আপুকে লাথি মেরে দৌড় দিয়ে খাটে উঠতে গিয়ে পা পিছলে জানালার শিকের সঙ্গে বাড়ি খেলো। সারা আপু মাথায় হাত দিয়ে হাসছিল। আমরা বলছিলাম, সারা ব্যথা পেয়ে পাগল হয়ে গেছে। পরে দেখি, বাড়ি খেয়ে সারা আপুর মাথা ফেটে গেছে।

লেখক: শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন