যুদ্ধের মাঠে ফুটবল ম্যাচ

প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম ফ্রন্টে মুখোমুখি ব্রিটিশ ও জার্মান বাহিনীছবি: সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৫ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ২৫ ডিসেম্বর

বড়দিন হলো খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তে খ্রিষ্টধর্মাবলম্বীরা আনন্দ আয়োজনে মেতে ওঠে বছরের এই সময়ে। ১৯১৪ সালেও এমনটি হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বছর, ইউরোপে তখন যুদ্ধ তীব্র আকার ধারণ করেছিল। ফলে বড়দিন উদযাপনটাও হয় একটু ভিন্ন ধারায়।

তখন পশ্চিম ফ্রন্টে ব্রিটিশ ও জার্মান বাহিনী মুখোমুখি অবস্থান করছিল। উভয়পক্ষই নো ম্যানস ল্যান্ডের দুই প্রান্তে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। সেই এলাকার পরিবেশ তখন ছিল মৃত্যুর গন্ধে ভারাক্রান্ত, সারাক্ষণ গুলি-বোমার আওয়াজে চারপাশের অবস্থা ছিল ভয়াবহ।

আরও পড়ুন

তবে ২৫ ডিসেম্বরের সকালে যুদ্ধক্ষেত্রে অন্য রকম দৃশ্য দেখা যায়। জার্মান সৈন্যরা তাদের ট্রেঞ্চ থেকে বড়দিনের গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পর ব্রিটিশ সৈন্যরাও গান গেয়ে উত্তর দেয়। একসময় উভয়পক্ষের সৈন্যরা সাহস নিয়ে নিজেদের ট্রেঞ্চ থেকে বেরিয়ে আসেন এবং নো ম্যানস ল্যান্ডে মিলিত হন।

তারা একে অপরের সঙ্গে হাত মেলান, নিজেদের বাড়ি থেকে আনা ছোট উপহার (চকলেট, সিগারেট, পানীয়) বিনিময় করে। এর পাশাপাশি সৈন্যরা নিজেদের পরিবার, প্রিয়জন এবং যুদ্ধ জীবনের গল্পও শোনান। এই আন্তরিকতার মধ্য দিয়ে বড়দিন উদ্‌যাপনের প্রাথমিক পর্বটি সম্পন্ন হয়।

তবে সবচেয়ে স্মরণীয় ঘটনা যেটি, তা হলো ফুটবল খেলা। দুই পক্ষের সৈন্যরা নো ম্যানস ল্যান্ডে একটি অঘোষিত ফুটবল ম্যাচ আয়োজন করে। অপ্রত্যাশিত এই ফুটবল ম্যাচ যে সৈন্যদের মধ্যে সাময়িক আনন্দ এবং ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে তা নিয়ে সন্দেহ নেই।

এছাড়াও ১৯৭৭ সালের আজকের এই দিনে রম্য অভিনেতা চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন