প্রশ্ন: বিছানা থেকে হঠাৎ উঠলে মাঝেমধ্যে মাথা ঝিমঝিম করে কেন?
উত্তর: শুয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে দেহে বিচিত্র কিছু ব্যাপার ঘটে। এ সময় আকস্মিকভাবে মানুষের মস্তিষ্কে রক্ত চলাচল কিছু সময়ের জন্য কমে যায়। মস্তিষ্কের এ রক্তের অভাব মেটাতে সঙ্গে সঙ্গেই হৃদপিণ্ডে স্পন্দন বেড়ে যায়। তাতেই কিছু সময়ের জন্য মাথা ঝিমঝিম করতে পারে। দেহে এত সব কাজ এক লহমায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, যেগুলো আমরা অধিকাংশ সময় বুঝতেই পারি না। দেহের ভেতর এসব কাজ অধিকাংশ সময়ই সঠিক আর সুচারুভাবে শেষ হয়। তাই অধিকাংশ সময় আমাদের মাথা ঝিমঝিম করে না। এটি আমাদের সৌভাগ্য, বলতেই হবে।
আরও পড়ুন