জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশে টেলিভিশন (বিটিভি)। দক্ষিণ এশিয়ার প্রথম দিককার টিভি চ্যানেলগুলোর মধ্যে অন্যতম এই টিভি চ্যানেল। বিটিভি ১৯৮০ সালের আজকের এই দিনে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করে।
রামপুরা টিভি সেন্টার থেকে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল এই দিনে। যা ছিল এই দেশের জনগণের সামনে এক যুগান্তকারী ঘটনা। বিটিভির রঙিন সম্প্রচার সাদা-কালো টিভির সীমাবদ্ধতা কাটিয়ে মানুষের জীবনে নতুন আনন্দ যোগ করে। নাটক, খবর, খেলাধুলা এবং বিনোদনের মতো অনুষ্ঠানগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ১৯৮০-এর দশকে রঙিন সম্প্রচার শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, এটি ছিল বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন মাত্রা। সে সময় পরিবারের সদস্যরা ঘরের এক কোণে টিভি সেট রেখে সবাই একসঙ্গে বসে টিভি সম্প্রচার উপভোগ করতেন। বিশেষ অনুষ্ঠান থাকলে অনেকটা পারিবারিক উৎসবের মতো হতো।
এছাড়াও আজ সারা বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব এইডস দিবস’। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর এইডস দিবস পালন করা হয়। এইচআইভি সংক্রমণে এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই সংক্রমনে মারা গেছেন, তাঁদের প্রতি শোক পালন করতে এই দিনটি বেছে নেওয়া হয়েছে।