হ্যাপি সংখ্যা যেভাবে পাই

এককথায় হ্যাপি সংখ্যাকে বর্ণনা করলে তোমরা একটু আনহ্যাপি হতে পারো। কারণ, সংজ্ঞাটা একটু কাঠখোট্টা। তার চেয়ে একবারে বুঝিয়ে বলি। শুরুতে একটা পূর্ণসংখ্যা নিতে হবে। ধরো, ১৩ একটি পূর্ণ সংখ্যা। এখানে দুটি অঙ্ক আছে ১ ও ৩। অঙ্ক দুটির বর্গ করে যোগ করতে হবে। অর্থাৎ ১২ + ৩২ = ১ + ৯ = ১০। এখন এই যোগফল ১০-এ আবার দুটি অঙ্ক আছে। আবার একই প্রক্রিয়ায় বর্গ করে যোগ করতে হবে। অর্থাৎ ১২ + ০২ = ১ + ০ = ১। এখানে ফলাফল ১ পাওয়া গেছে। সুতরাং ১৩ হলো একটা হ্যাপি সংখ্যা। কিন্তু শেষ পর্যন্ত যদি ১-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা পাওয়া যায়, তাহলে সেটা হবে আনহ্যাপি বা অসুখী নম্বর। যেমন ১১। কারণ, ১২ + ১২ = ১ + ১ = ২। ১, ৭, ১০, ১৩, ১৯, ২৩, ২৮, ৩১, ৪৪, ৪৯…হলো হ্যাপি সংখ্যা।

সংখ্যার জগতে এমন আরও অনেক মজার সংখ্যা আছে। এই ছোট্ট লেখায় তা সব বলা সম্ভব নয়। সুযোগ পেলে অন্য কোনো দিন আরও কিছু মজার সংখ্যা তোমাদের জানাব।

আরও পড়ুন