পৃথিবীর সবচেয়ে ছোট বই কোনটি

পৃথিবীর সবচেয়ে ছোট বই দ্য ক্যাট ইন দ্য হ্যাট

বিশ্বের অন্যতম সেরা শিশুসাহিত্যিক থিওডর সুস গিসেল (ড. সুস) ৬৫০ মিলিয়নের বেশি বই বিক্রি করেছেন। তাঁর দ্য ক্যাট ইন দ্য হ্যাট বইয়ে শব্দ আছে মাত্র ২৩৬টি। আর গ্রিন এগস অ্যান্ড হ্যাম মাত্র ৫০ শব্দে লেখা। শোনা যায়, ১৯৬০ সালের র‍্যান্ডম হাউসের প্রকাশক বেনেট সের্ফ ড. সিউসের সঙ্গে বাজি ধরেছিলেন। প্রকাশকের বাজি ছিল, লেখক ৫০ শব্দের কমে একটি বই লিখতে পারবেন না। ড. সিউস বাজি জিতে যান।

গ্রন্থভীতি বা বিবলিওফোবিয়া

অনেকেই বই পড়াকে নিজের প্রিয় শখ বলে দাবি করে। তবে এর উল্টোটাও আছে। বইভীতি বলতে একটি বিষয় আছে। বইয়ের প্রতি অস্বাভাবিক ভয়কে বলে বিবলিওফোবিয়া। কেউ হয়তো বইয়ের কাহিনিকে ভয় পায়। কেউ বই ধরে রাখতে ভয় পায়। এমনকি লাইব্রেরিতে থাকতেও ভয় পায় কেউ কেউ। কোনো লেখা জোরে জোরে পড়লে কেউ কেউ ভয় পেতে পারে। ভয়ের উপসর্গগুলোর মধ্যে আছে কাঁপুনি, ঘাম ঝরা, এমনকি কান্নাকাটিও। স্কুলের শিক্ষার্থীরা ক্লাসও ফাঁকি দিতে পারে এই ঝুঁকি এড়াতে। কারণ জানা না গেলে বিবলিওফোবিয়ার চিকিৎসা করা কঠিন। শৈশবে কাউকে জোর করে পড়ানো হয়েছে বা পড়তে না পারায় বকাঝকা করা হয়েছে, এমন মানুষের মধ্যে দেখা দিতে পারে গ্রন্থভীতি। এই ফোবিয়ার উপবিভাগের মধ্যে রয়েছে কবিতার ভয় বা ‘মেট্রোফোবিয়া’। আবার অ্যাবিব্লিওফোবিয়া বিপরীত সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে। এটি হলো পড়ার জন্য নতুন কিছু না পাওয়ার ভয়।

আরও পড়ুন