জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৫ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
বিশ্বের বিভিন্ন অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা। কাজের ক্ষেত্র হিসেবে বাদ যায়নি মহাকাশও। ই সো-ইওন হলেন দক্ষিণ কোরিয়ার প্রথম নভোচারী, যিনি মাত্র ৩০ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন মহাকাশে। ৩৬ হাজারের বেশি প্রার্থীকে পেছনে ফেলে দেশটির প্রথম নভোচারী হিসেবে নির্বাচিত হন এই নারী। ২০০৭ সালের আজকের এই দিনে এ ঘটনা ঘটে। তাঁর সঙ্গে আরও নির্বাচিত হয়েছিলেন কো-সান। যদিও শেষ পর্যন্ত ই সো-ইওনের ভাগ্যেই জোটে ইতিহাস গড়ার সুযোগ।
ই সো-ইওনের জন্ম ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে। স্থানীয় হাইস্কুলে পড়াশোনা শেষ করে ভর্তি হন কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সেখানে তিনি মেকানিকস নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এরপর বায়োটেক সিস্টেমের ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এর মধ্যে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। সর্বশেষ ২০০৮ সালে রাশিয়ার তৈরি একটি ‘সুয়ুজ’ নভোযানে চড়ে প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবে মহাকাশ ঘুরে আসেন তিনি। ১১ দিনের মতো সেখানে অবস্থান করেছিলেন।
আধুনিক পেট্রলপাম্পের যাত্রা শুরু
১৮৮৫ সালের এই দিনে মার্কিন উদ্যোক্তা সিলভানাস বোউসার নিজের আবিষ্কৃত ‘কেরোসিন উত্তোলন ও সরবরাহের যন্ত্র’ বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেন। ১৯০০ শতাব্দীর শুরুর দিকে মোটরগাড়ি নির্মাণ শুরু হয়। এর পর থেকে আজকের যেই আধুনিক পেট্রলপাম্প, সেগুলোর যাত্রা শুরু হয় এই যন্ত্রের সাহায্যে।