বীর কিশোরী জোয়ান অব আর্কের মৃত্যু

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ মে, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

জোয়ান অব আর্ক। ফরাসি বীরযোদ্ধা ও বিপ্লবী কিশোরী। ১৪১২ সালের ৬ জানুয়ারি ফ্রান্সের উত্তর-পূর্বে ডমরেমি অঞ্চলে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সামাজিক বিধিনিষেধ অমান্য করে মাত্র ১৭ বছর বয়সে যুদ্ধের ময়দানে যোগ দেন। শুধু যোগ দেওয়াই নয়, ব্রিটিশ বাহিনীর কবল থেকে অরল্যান্স শহরকে মুক্ত করতে ফরাসি বাহিনীর নেতৃত্বও দেন তিনি। নিজের লক্ষ্যে সফলও হন জোয়ান। কিশোরী বীর হিসেবে পরিচিতি পান সবার কাছে। তবে সেই ভালোবাসার স্বাদ বেশি দিন গ্রহণ করতে পারেননি জোয়ান। ধরা পড়ে যান শত্রুপক্ষের কাছে। ১৪৩১ সালের আজকের এই দিনে ফ্রান্সের রুয়েনে বিচারের নামে মাত্র ১৯ বছর বয়সী জোয়ান অব আর্ককে পুড়িয়ে হত্যা করা হয়।

২০০১ সালের আজকের এই দিনে বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশু জন্মগ্রহণ করে, যারা ছিল ট্রিপলেটস। তাদের নাম রাখা হয় হীরা, মণি ও মুক্তা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চেয়ারম্যান পারভীন ফাতেমার তত্ত্বাবধানে ফিরোজা বেগম নামের এক নারী তাদের জন্ম দেন।

বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডের ম্যানচেস্টারে, ১৯৭৮ সালের ২৫ জুলাই।

এ ছাড়া আজ ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক ও গীতিকার ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবস। ২০১৩ সালের আজকের দিনে তিনি মারা যান।

আরও পড়ুন