জন্মদিনের লাখোকোটি শুভেচ্ছা। এতগুলো বছর দেশের শতসহস্র শিশু-কিশোরের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার দায়িত্ব অন্য কারোর ওপর বর্তালে সে পালন করতে পারত কি না, তাতে সন্দেহ আছে। আমার কিছু দাবি আছে (চাইলে অনুরোধ হিসেবেও নিতে পারো)।
১. জন্মদিনে ভূরিভোজ করে মোটা হতে হবে।
২. গল্প বাঁধা ও কৌতুক বিভাগ আবার চালু করতে হবে।
৩. গান নিয়ে সংখ্যা/ফিচার ছাপাতে হবে।
আর দাবি (অনুরোধ) না-ই বা দিলাম, অন্যদের দাবিগুলোও তো রক্ষা করতে হবে!
লেখক : শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুন