যুদ্ধ নয়, শান্তি

বিখ্যাত লেখক পাওলো কোহেলহোর একটা পর্যবেক্ষণ আমার কাছে চমৎকার লেগেছে। মানুষ রেগে গেলে চিৎকার করে কেন?

ধরা যাক, একজন মানুষ নদীর এই পারে, আরেকজন অন্য পারে। তখন যদি তারা কথা বলতে চায়, চিৎকার করে কথা বলতে হবে। তেমনি একজন মানুষ যখন রেগে যায়, অন্যদের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়, ফলে সে চিৎকার করে কথা বলে।

আর মানুষ যখন ভালোবেসে কথা বলে, তখন অন্যের সঙ্গে তার দূরত্ব কমে আসে। তখন আর জোরে কথা বলার প্রয়োজন হয় না। যতটা পারা যায়, মানুষ মৃদু স্বরে কথা বলে। খুব বেশি ভালোবাসা থাকলে কথাও বলতে হয় না। চুপচাপ পাশাপাশি বসে থাকলেও মনের ভাষা আদান–প্রদান হয়। আমরা রাগ না করার চেষ্টা করব। রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। রাগ পড়ে গেলে সিদ্ধান্ত নেব। উৎসব মানে মিলন। মানুষে মানুষে প্রীতির বন্ধন। অন্যের সঙ্গে দূরত্ব কমানোর আয়োজন। রাগ নয়, ভালোবাসা; শত্রুতা নয়, বন্ধুতা। যুদ্ধ নয়, শান্তি। রাগ নয়, অনুরাগ। ঈদের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

আরও পড়ুন