১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে

নবম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড জাতীয় পর্বের বিজয়ীছবি: নাসির খান সৈকত

দেশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় আগ্রহী করতে অনুষ্ঠিত হয় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আর এ বছর রোমানিয়ায় অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৪)-এর বাংলাদেশ দলও এই অলিম্পিয়াডের মাধ্যমে নির্বাচন করা হবে। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন লিংক https://online.bdjso.org/ । যেকোনো জেলার ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এ ছাড়া একাদশ শ্রেণিতে পড়ছে এবং ১ জানুয়ারি ২০০৯-এর পরে যাদের জন্ম, তারাও রেজিস্ট্রেশন করতে পারবে। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চার ক্যাটাগরিতে⎯প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ, ১ জানুয়ারি ২০০৯-এর পর যাদের জন্ম)।

আরও পড়ুন

আগামী ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টায় অনলাইনে অনুষ্ঠিত হবে এবারের বিডিজেএসও ২০২৪। সেখান থেকে যাচাই-বাছাই করে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এরপর অল্প কয়েকজন নির্বাচিত শিক্ষার্থীর ক্যাম্প সিলেকশন টেস্ট নেওয়া হবে। এর মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে টিম সিলেকশন টেস্ট। সেরা ৬ জন শিক্ষার্থী নির্বাচিত করা হবে, যারা আগামী ডিসেম্বরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রোমানিয়ায় অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড
কোলাজ ছবি

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা এবং কিশোর আলো। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org ওয়েবসাইটে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে [email protected] ই–মেইলে।

আরও পড়ুন