শুভ জন্মদিন, টম হ্যাংকস!

টম হ্যাংকস
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৯ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

এক ভোঁতা বুদ্ধিসম্পন্ন লোকের সব হারিয়েও আবার ফিরে পাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্র। সেই গল্পের মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা টম হ্যাংকস। আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। শুভ জন্মদিন, টম হ্যাংকস!

তাঁর পুরো নাম টমাস জেফ্রি টম হ্যাংকস। ১৯৫৬ সালের আজকের এই দিনে ক্যালিফোর্নিয়ার কনকর্ডে জন্মগ্রহণ করেন এই মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। টম হ্যাংকসের বাবা ছিলেন একজন বাবুর্চি, মা হাসপাতালকর্মী। তাই ছোটবেলা থেকে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত জীবন পার করেছিলেন এই অভিনেতা। তাঁর অভিনয়জীবনে শুরুটা হয়েছিল স্কুলজীবন থেকে। অভিনয়ের পাশাপাশি প্রচুর নাটকও দেখতেন। এভাবেই একসময় ঠিক করে ফেললেন, অভিনেতা হতে চান তিনি। সেখান থেকে শুরু। বিভিন্ন জায়গায় করা সেসব নাটকে বেশ কয়েকবার খল নায়কও হয়েছিলেন তিনি। ফরেস্ট গাম্পের পাশাপাশি তাঁর ‘বিগ’, ‘ফিলাডেলফিয়া’, ‘কাস্ট অ্যাওয়ে’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘অ্যাপোলো ১৩’ ইত্যাদি চলচ্চিত্র দর্শকদের নজর কেড়েছে।

বাকিংহাম প্যালেসের কড়া নিরাপত্তাকে ফাঁকি দিয়ে ১৯৮২ সালের আজকের দিনে প্রাসাদে ঢুকে পড়েছিলেন মাইকেল জে ফগান নামের এক ব্যক্তি। শুধু কী প্রাসাদে? ফগান নাকি সরাসরি চলে গিয়েছিল, রানি দ্বিতীয় এলিজাবেথের শোবার ঘরে! যদিও বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি, এর আগেই নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন তিনি।

আরও পড়ুন