কুয়াশার দিনে

অলংকরণ: সব্যসাচী চাকমা

অ্যালার্ম ঘড়ির টিক টিক শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর মিনিট ১৫ অসাড় হয়ে পড়ে রইলাম বিছানায়। হঠাৎ উত্তুরে ঠান্ডা হাওয়া যেন কাঁপিয়ে তুলল আমাকে। শীতকাল এসে পড়েছে। তাই বিছানায় আর দেরি না করে বাইরে বেরিয়ে পড়লাম। শিশিরভেজা নরম ঘাসে পা লাগার সঙ্গে সঙ্গে এক অন্য রকম অনুভূতি যেন মনে ছুঁয়ে গেল। ভালো করে তাকাতেই দেখতে পেলাম, কুয়াশা যেন ঢেকে রেখেছে সবকিছু। মাঝেমধ্যে সূর্যের আলোর হালকা আভা চোখে পড়ছে। আলো-ছায়ার এই অসাধারণ সৌন্দর্য যেন আমাকে স্বাগত জানাচ্ছে তাদের রাজ্যে। কিন্তু এই স্বপ্নের রাজ্য আমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করেনি। সূর্যের সোনালি আলোর কাছে হারিয়ে যেতে থাকল স্নিগ্ধ কুয়াশার রাজ্য। কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঝলমল করে উঠল। চোখের দৃষ্টি ছুটে গেল দিগন্তে। যেখানে গড়ে উঠেছে বন্ধুত্ব, নীল আকাশের সঙ্গে মাটির। অসাধারণ এই সৌন্দর্য। যেন কেউ রংতুলি দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করছে।

লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, গাজীপুর উমেদা বেগম বালিকা, উচ্চবিদ্যালয়, গাজীপুর

আরও পড়ুন