১
শীতের সকালে কি সন্ধ্যায় কিংবা পড়ার টেবিলে গরম–গরম ধোঁয়া ওঠা চা কিংবা কফি খেতে পছন্দ করো নিশ্চয়ই অনেকে। আজ চলো বানাই কফি খাওয়ার তেমনই এক কফি মগ।
দুই টুকরা কাগজ লাগবে। এক টুকরাতে হবে কাপ, আরেক টুকরায় হবে হাতল। একটি বড় আকারের বর্গাকার কাগজ নাও। কাগজটির নিচের এক–পঞ্চমাংশ, মানে পাঁচ ভাগের এক অংশ কেটে নাও। এবার কেটে নেওয়া নিচের কাগজটির দৈর্ঘ্য বরাবর দুই–তৃতীয়াংশ, মানে তিন ভাগের দুই অংশ কেটে রাখো—এটি হাতল বানাতে কাজে দেবে।
২
ডান থেকে বাঁয়ে ও ওপর থেকে নিচে এক–তৃতীয়াংশ পরপর দুটি ডটলাইন আছে। এই ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৩
এবার চার কোনায় খেয়াল করো, তিনটি করে ডটলাইন। একেকটা কোনা তির চিহ্ন বরাবর এমনভাবে টেনে আনো, যাতে ৪ নম্বর চিত্রের মতো পাও।
৪
এবার খেয়াল করে দেখো, চিত্রের ওপরে ও নিচে দুই পাশে দুটি করে ভাঁজ এসে হাজির। একেক পাশের ভাঁজ দুটি একটা আরেকটার ভেতরে প্রবেশ করিয়ে আঠা দিয়ে জুড়ে দাও। এটা হবে মূল কাঠামো।
৫
এখন হবে হাতল বানানোর কাজ। ডটলাইনের দুপাশের অংশ দুটি মাঝে এনে ভাঁজ করো।
৬
দুপাশের ছোট্ট অংশ দুটি তির চিহ্ন বরাবর ভাঁজ করো।
৭
৬ নম্বর ধাপের ভাঁজ করা অংশের ওপর আঠা লাগিয়ে নাও।
৮
এবার আঠা লাগানো অংশ দুটি চিত্রের মতো মগের গায়ে লাগিয়ে নাও।
ব্যস, বানানো শেষ। এবার কফি খাওয়ার পালা। কাগুজে মগ বলে কথা, তাই কফি ঢালার আগে একটু ভেবে নিয়ো কিন্তু!