১
শুরুতেই এক পিঠে সাদা ও অন্য পিঠে নীল রং করা একটি বর্গাকার কাগজ নাও এবং তির চিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২
চারপাশে চারটি ডটলাইন আছে। আবারও তির চিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৩
পুনরায় তির চিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৪
আবারও দুই পাশে দুটি করে চারটি ডটলাইন। প্রথমে দুই পাশের ১ নম্বর ডটলাইন বরাবর মাঝলাইনের দিকে এবং ২ নম্বর ডটলাইন বরাবর পেছনের দিকে ভাঁজ করো। তাতে ৫ নম্বর চিত্রের মতো পাবে।
৫
এবার ওপরে–নিচে আছে ডট করা লাইন, দুটি করে চারটি ত্রিভুজাকার অংশ। ত্রিভুজাকার অংশ চারটি মাঝলাইনের দিকে এমনভাবে ভাঁজ করো। তাতে ৬ নম্বর চিত্রের মতো পাবে।
৬
এবার ওপর ও নিচের ডট করা অংশ দুটি পেছনের দিকে ভাঁজ করো।
৭
এই তো বানানো শেষ পর্দা টানা নীলরঙা কাচের বন্ধ জানালা। বন্ধ জানালা দিয়ে কেউ প্রবেশ করতে পারুক না পারুক, সুয্যিমামার রোদের হাসি কিন্তু ঠিকই উঁকি দিতে পারে। আবার কনকনে এই শীতের দিনে কুয়াশাও কাচ ভেদ করে হাজির হতে পারে। কুয়াশাভেজা কাচের জানালায় আঙুল ছুঁয়ে নাম লেখা যায়। তুমিও কি লিখেছ কখনো এমন করে?