জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ নভেম্বর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৯৮৮ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসবে নির্বাচিত হন বেনজির ভুট্টো। আধুনিক ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি একটি মুসলিম দেশের নেতৃত্ব দিয়েছেন। ১৯৮৮ থেকে ১৯৯০ এবং পরে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
অপরদিকে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টাইমস’-এর প্রতিষ্ঠাতা ছিলেন জন ওয়ালটার। ১৮১২ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
১৭৩৯ সালে জন্মগ্রহণকারী ওয়ালটার প্রথম জীবনে লন্ডনের একজন সফল ব্যবসায়ী ছিলেন। ১৭৮৫ সালে তিনি ‘দ্য ডেইলি ইউনিভার্সাল রেজিস্টার’ নামে একটি সংবাদপত্র চালু করেন, যা তিন বছর পর ‘দ্য টাইমস’ নামে পরিচিতি লাভ করে। সেই পত্রিকার মাধ্যমে জন ওয়ালটার সংবাদপত্রের মান ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনেন।
এ ছাড়া ১৮৭৯ সালের আজকের এই দিনে যুক্তরাজ্যের লিভারপুলে ঘটে এক ভিন্নধর্মী ঘটনা। সেখানের একটি দোকানে প্রথমবারের মতো সান্তা ক্লজের কাছ থেকে উপহার পায় শিশুরা।