আইনস্টাইনের জন্মদিনে মারা গেছেন স্টিফেন হকিং

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • তোমাকে যদি সর্বকালের সেরা একজন বিজ্ঞানীর নাম বলতে বলা হয়, তবে ৯৯ শতাংশ সম্ভাবনা যে তুমি আলবার্ট আইনস্টাইন নামটি সবার আগে বলবে। ভদ্রলোক বিজ্ঞানের জগৎকে নিজের গবেষণা ও আবিষ্কার দিয়ে কীভাবে সমৃদ্ধ করে গেছেন, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আজ সেরাদের সেরা এই বিজ্ঞানীর জন্মদিন। ১৮৭৯ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। জার্মানির দানিউব নদীর তীরে অবস্থিত উলম নামের ছোট্ট শহরে জন্ম তাঁর। যে আইনস্টাইনের কারণে বদলে গিয়েছে পুরো বিজ্ঞানজগতের চিত্র, সেই আইনস্টাইনকেই নাকি ছোটবেলায় সবাই বুদ্ধিমান ভাবত না। আইনস্টাইনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুলো না কিন্তু!

  • আজ বিশ্ব পাই দিবস। পাই হলো বৃত্তের একটি বিশেষ অনুপাত, যা একটি ধ্রুবক। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, পৃথিবীতে এত কিছু থাকতে পাই দিবস কেন পালন করতে হবে? পরীক্ষার খাতা কিংবা বাজারসদাই—কোথায় নেই অঙ্কের ব্যবহার? আর দৈনন্দিন জীবনে এই অঙ্কের গুরুত্বকে মনে করিয়ে দিতে পালিত হয় এই পাই দিবস। দিনটি প্রথম পালিত হয় ১৯৮৮ সালে, পদার্থবিদ ল্যারি শর উদ্যোগে। মূলত, এর আবিষ্কারক আর্কিমিডিস। মার্চের ১৪ তারিখকে কেন বেছে নেওয়া হলো পাইয়ের জন্য? তোমরা অনেকেই জানো, পাইয়ের মান ৩ দশমিক ১৪। এই সংখ্যাকে তারিখে প্রকাশ করলে হবে বছরের তৃতীয় মাসের ১৪ তারিখ। আজকে কি সেই তারিখ নয়? এবার নিশ্চয়ই বুঝতে পারছ কেন আজকের এই বিশেষ দিনই পাইয়ের দিন বা পাই দিবস।

  • ১৮৮৩ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন মার্ক্সবাদের প্রবক্তা, জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স। এ ছাড়া ২০১৮ সালের একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং। ঠিক আইনস্টাইনের জন্মদিনেই মারা গেলেন হকিং!