ক্যাম্পের জন্য অপেক্ষা

অলংকরণ: সব্যসাচী চাকমা

আসলেই আমার ভাগ্যটা অনেক খারাপ। সেই ছোটবেলা থেকেই স্কাউট করছি। কিন্তু একবারও ক্যাম্পে অংশগ্রহণ করতে পারলাম না। তৃতীয় শ্রেণি থেকেই আমি স্কাউটের সঙ্গে যুক্ত। আমি চতুর্থ শ্রেণিতে থাকাকালেই একবার ক্যাম্প হয়েছিল। কিন্তু ক্যাম্পে স্কাউট থেকে কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমাদের ক্লাসের রোল নম্বর ১ আর তার আপুকে অংশগ্রহণ করতে দিয়েছিল, যারা কোনো দিন স্কাউটই করেনি। সুতরাং সে বছর আর আমার ক্যাম্প করা হয়নি।

প্রাইমারি স্কুল পেরিয়ে হাইস্কুলে চলে এসেছি। তবু স্কাউট করা ছাড়িনি। অষ্টম শ্রেণিতে উঠে শুনলাম যে ক্যাম্প হবে। দেরি না করে তাড়াতাড়ি নাম দিলাম। কিন্তু এবারও মনে হয় আমার কপালে ক্যাম্প ছিল না। আমি সব সময় চাইতাম, যত দিন পড়ালেখা করব, তত দিন স্কাউটও করব। কিন্তু জানি না কী কারণে নবম শ্রেণিতে ওঠার পর আমি স্কাউট থেকে নাম কেটে দিয়েছিলাম। নাম কেটে দেওয়ার কয়েক দিন পরে একটা অনুষ্ঠানে গিয়ে জানলাম যে এক দিন পরই ক্যাম্প শুরু হবে। আমার মাথার ওপর তো আকাশ ভেঙে পড়ল। নাম কাটার সময় একদমই মনে ছিল না ক্যাম্পের কথা। কিন্তু এখন কী করব? নাম কেটে দেওয়ায় আমার জায়গায় অন্য একজনকে নেওয়া হয়েছে। আমি চেয়েও আর স্কাউটে নাম দিতে পারলাম না।

কেন যে এমন মূর্খের মতো কাজ করলাম! আসলেই আমার দুর্ভাগ্য। এত বছর ধরে স্কাউট করেও জীবনটাকে সার্থক করতে পারলাম না। আমি কখনোই ভাবিনি যে এমনটা হবে। পরিবারের সবার কাছ থেকে অনেক কথা শুনতে হলো। তবে এতে আমার কিছু যায়–আসে না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এটা ভাবলে যে কেন এত বড় ভুল করলাম আমি? যা–ই হোক, এসব ভেবে কোনো লাভ নেই, এখন আর কিছুই করতে পারব না। তাই প্রতিজ্ঞা করলাম, আর কখনো এমন ভুল করব না। স্কাউট থেকে কখনো নাম কাটাব না, আবার স্কাউটে নাম দেব। পাঁচ বছর পর আমার ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে তো, তাই। এখন কিছু করার নেই।

এখন শুধুই পাঁচ বছরের প্রতীক্ষা!

মেহনাজ আলম

নবম শ্রেণি, রাউজান আর আর এ সি মডেল সরকারি হাই স্কুল, রাউজান, চট্টগ্রাম