জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৮ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এখন বিনোদনের বড় অংশ নানা রকম রাইডে সাজানো থিম পার্ক। ছোটবেলায় এমন পার্কের লম্বা দোলনা বা স্লিপারে ওঠেনি এমন মানুষের দেখা পাওয়া কঠিন। এত সব রাইডের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ কিংবা ভয় ছিল যাকে ঘিরে, তা হলো রোলারকোস্টার। উঁচু আঁকাবাঁকা পথে সাপের মতো ঘুরিয়ে–পেঁচিয়ে ছুটে চলা সেই রোলারকোস্টারের আজ জন্মদিন। প্রায় ২০০ বছর আগে আজকের এই দিনে প্রথম দেখা মিলেছিল এর। ফ্রান্সের প্যারিসের একটি বিনোদনকেন্দ্রে প্রথম চালু হয় এই রোলারকোস্টার। ‘লেস মন্টাগুস রাসেস এ বেলেভিল’ নামের সেই রোলারকোস্টারের নাকি গতি ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটারের বেশি।
অন্যদিকে ১৪৯৭ সালের আজকের এই দিনে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পথে যাত্রা শুরু করেন। সেদিন তাঁর বহরে ছিল চারটি জাহাজ। এক বছর পর ১৪৯৮ সালের ২০ মে তিনি প্রথমবারের মতো ভারতের কালিকট বন্দরে পৌঁছান, এই গল্প আমাদের অনেকেরই জানা। তাঁর হাত ধরেই পর্তুগিজ, ফরাসি, সেই সঙ্গে ইংরেজ বণিকেরা ভারতের বিভিন্ন এলাকায় ব্যবসা শুরু করেন।
নব্বই দশক ছিল পপ সংগীতের সোনালি সময়। এই সোনালি সময়ের অংশ হিসেবে ছিল বিভিন্ন ব্যান্ড। এর মধ্যে একটি হলো জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড স্পাইস গার্লস। এই ব্যান্ডের সদস্যরা ছিলেন সবাই নারী। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এই ব্যান্ড ১৯৯৬ সালের এই দিনে তাদের তুমুল জনপ্রিয় গান ‘ওয়ানাবি’ প্রকাশ করে। প্রকাশের পর গানটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে।